নাটোরের লালপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম শাহীন (৩০)। তিনি উপজেলার এবি ইউনিয়নের ডহরশৈলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গতকাল সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার বিকালে ওই কিশোরী ডহরশৈলা গ্রামের একটি ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে শাহীন। ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় গতকাল শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।