নগরের থানার ঘাট সংলগ্ন হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.) মাজার ও আশপাশের এলাকায় গতকাল দিনভর জারি ছিল ১৪৪ ধারা। কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, মাজারের পক্ষে-বিপক্ষে একই সময়ে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।