হাই কোর্টের আদেশের পর বন্ধ করা হচ্ছে পাহাড়ের সব অবৈধ ইটভাটা। এরই মধ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বন্ধ করা হয়েছে ১২টি ইটভাটা। এ অভিযান অব্যাহত থাকবে জানায় রাঙামাটি জেলা প্রশাসন।
রাঙামাটির ১০ উপজেলায় প্রায় ২৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৬টিই অবৈধ। কাউখালী, লংগদু, রাজস্থলী ও বাঘাইছড়ির অবৈধ ভাটার কাঁচামাল ও চুল্লি ধ্বংস করা হয়েছে। বাকিগুলো বন্ধের কার্যক্রম চালু রয়েছে। সবশেষ গতকাল কাউখালীর তিনটি অবৈধ ভাটা ধ্বংস করা হয়। এ দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান।