দিনাজপুরে তারুণ্যের মেলায় বসুন্ধরা শুভসংঘের স্টলে উপচে পড়া ভিড় দেখা গেছে। দিনাজপুর সরকারি কলেজ প্রাঙ্গণে মেলার শেষ দিনে গতকাল বসুন্ধরা শুভসংঘের স্টল বিভিন্ন বয়সের শিক্ষার্থীর আনাগোনায় ছিল মুখর। ‘প্রকৃতি বিনষ্টকারী প্লাস্টিক জমা দিন বিনিময়ে গাছের চারা নিন, প্লাস্টিক দিন-গাছের চারা নিন, সামাজিক কাজে শ্রম দিন বসুন্ধরা শুভসংঘে যোগ দিন’ এই স্লোগান সবার মাঝে সাড়া ফেলে। পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগিয়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার ব্যতিক্রমী এক উদ্যোগ। আগত দর্শনার্থীদের কাছ থেকে প্লাস্টিক রিসাইকল নিয়ে বিনিময়ে তারা দিচ্ছে পরিবেশবান্ধব গাছের চারা।
চারা পেয়ে কয়েকজন বলেন, প্লাস্টিক জমা দিয়ে এমন কিছু পাব ভাবিনি। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এভাবে গাছের গুরুত্ব যেমন বুঝবে, তেমনি প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমাতেও উদ্বুদ্ধ হবে। শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি স্বপন আলী বলেন, প্লাস্টিক সুন্দর পৃথিবীর জন্য হুমকি। আগামীর পৃথিবী সুন্দর করার জন্য প্লাস্টিক বর্জন অনিবার্য। বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি বলেন, প্লাস্টিক দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেও, এর অপচয় পরিবেশের জন্য বিরাট হুমকি। প্লাস্টিক ক্ষয় হতে অনেক সময় নেয় এবং প্রাকৃতিক পরিবেশকে বিষাক্ত করে। এ সময় বসুন্ধরা শুভসংঘের ইসমাইল হোসেন, অরূপ কুমার রায়, মাহবুবউর রহমান, নাসেল আহমেদ, রোকোনুজ্জামান রিদয়, লিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।