ছয় জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক ব্যাংক কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুপুরে শিমরাইল-ইপিজেড সড়কের আদমজী ইপিজেডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শুভ (২২) ও ইমন (২১)। তারা নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মজিববাগ এলাকার বাসিন্দা। রংপুর : গঙ্গাচড়ায় ট্রলির ধাক্কায় নুর ইসলাম (৭২) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ কোলকোন্দ চেংডোবা এলাকায়। নুর ইসলামের বাড়ি একই গ্রামে। বগুড়া : নন্দীগ্রামে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু শাখায় সুপারভাইজর পদে কর্মরত ছিলেন। লালমনিরহাট : হাতীবান্ধার দক্ষিণ পারুলিয়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় নুরী বেগম (৪০) নামে এক নারীকে পৃষ্ট করে। আহত হয়েছেন তার নাতি আবদুল্লাহ (৩)। উপজেলার হাতীবান্ধা পাটিকাপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুর : কমলনগরে লাকড়িবাহী ট্রাক্টর ট্রলির ধাক্কায় মিরাজ (২২) নামে এক চটপটি বিক্রেতা নিহত হয়েছেন। মিরাজ উপজেলার লুধুয়া এলাকার বাঘা বাড়ির আজাদ উদ্দিনের ছেলে। ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় আবু সাঈদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আবু সাঈদ উপজেলার রশিবপুরা গ্রামের আব্বাস শেখের ছেলে।