কুমিল্লায় শীতকালীন সবজির ভালো উৎপাদন হলেও কৃষকের চোখেমুখে হতাশার ছাপ। বিশেষ করে মুলা, ফুলকপি ও বাঁধাকপির দাম কমায় খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
সরেজমিন দেখা যায়, বরুড়া উপজেলার নরিন্দ গ্রামের মাঠ হাসছে ফুলকপি ও বাঁধাকপিতে। কিন্তু ব্যবসায়ী বা ক্রেতা কারও তেমন আগ্রহ নেই সবজি নিয়ে। সেখানে কথা হয় কয়েকজন কৃষকের সঙ্গে। আমির হোসেন নামে একজন বলেন, তাদের পরিবার ৩২ শতক জমিতে ফুলকপি চাষ করেছে। খরচ হয়েছে ৩০ হাজার টাকার মতো। মাঠে ফসল থাকলেও ক্রেতা তেমন নেই। পরিবহন ভাড়া দিয়ে বাজারে নিলে বড় সাইজের কপির দাম উঠে জোড়া ২০ টাকা। খরচ ওঠানোই দায় হয়ে পড়েছে।
কৃষক মোখলেছুর রহমান বলেন, বরুড়ার রামমোহন, মুগুজী, সরাফতি ও নরিন্দসহ আশপাশের গ্রামে ব্যাপক সবজি চাষ হয়। সার ও বীজের দাম বেশি। বাজারে তারা ফসলের ভালো দাম পাচ্ছেন না। কৃষি সংগঠক মতিন সৈকত বলেন, সবজির দাম খুব কমে গেলে কৃষক ক্ষতিগ্রস্ত হন। এখানে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার ভুইয়া বলেন, এ এলাকায় সাত হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। জলাবদ্ধতার কারণে সময়মতো অনেকে আবাদ শুরু করতে পারেননি। শেষদিকে চাষ করায় দাম কম পাচ্ছেন।