কুড়িগ্রামে কয়েকদিন ধরে তাপমাত্রা কমে শনিবার থেকে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। জেলার সর্বত্র এখন হাড়কাঁপানো শীত। ঠান্ডার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় সময়মতো কাজে বের হতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে- যাকে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। তাপমাত্রা আরও কমবে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন- মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এ জেলার ওপর দিয়ে।
শীতে কষ্টে পড়েছেন ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্রসহ সবকটি নদ-নদীর তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী। অনেকেই সকালে ঘুম থেকে উঠে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সূর্যের আলোর উত্তাপ কম থাকায় দুর্ভোগ বেড়েছে তাদের। দেখা দিয়েছে শীতজনিত রোগের প্রকোপ। জেলা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন ঠান্ডারোগে আক্রান্ত অনেকে চিকিৎসা নিচ্ছেন।