সাভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত বাস ও অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গাবতলী বাস টার্মিনাল থেকে শ্যামলী পরিবহনের বাসচালক জহিরুল ইসলাম ও গাজীপুরের কোনাবাড়ী থেকে অ্যাম্বুলেন্স চালক জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয়। সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুধবার রাতে দুই বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় টাঙ্গাইলের ফারুক সিদ্দিকী ও তার পরিবারের ৪ সদস্য মারা যান। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেন হাইওয়ে থানার এসআই রঞ্জু।