রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ ও সমাবেশ করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চাঁদপুর : বিকালে রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী। বক্তৃতা করেন রাফিউস শাহাদাৎ ওয়াসীম, আশরাফুল ইসলাম প্রমুখ।
বরিশাল : নগরীর নথুল্লাবাদ এলাকায় লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপির পদবঞ্চিত নেতারা। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ হাসান, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার প্রমুখ।
ভোলা : জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করেছে জিয়া মঞ্চ। অনুষ্ঠান উদ্বোধন করেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। উপস্থিত ছিলেন রাইসুল আলম, কবীর হোসেন প্রমুখ।
ফরিদপুর : জেলা শহরের থানার মোড়ে যুব সমাবেশ আয়োজন করা হয়। রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা।