হবিগঞ্জের মাধবপুরে বাসচাপায় বাদশা তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, নাটোর, মাদারীপুর ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও ছয়জন। প্রতিনিধিদের খবর-
হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার বাদশা কোম্পানির সামনে গতকাল দুর্ঘটনায় নিহতরা হলেন- বানিয়াচঙ্গ উপজেলার মনসুর মিয়ার মেয়ে উর্মী, নবীগঞ্জের কাইয়ুম উল্লাহর মেয়ে দিলারা ও বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার।
লক্ষ্মীপুর : বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাসুবাজার ও পিয়ারাপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন- পিয়াস আহমেদ (১৭) ও ফরহাদ হোসেন (২৩)।
মুন্সিগঞ্জ : গজারিয়ায় গাড়ির ধাক্কায় সৈয়দ আহমদ (৫৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৈয়দ আহমদ নারায়ণগঞ্জের দীঘলদীর বাসিন্দা।
নাটোর : নলডাঙ্গায় যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে রাজিব হোসেন নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি উপজেলার তেলকুপি গ্রামে।
মাদারীপুর : কালকিনিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে রাকিব বেপারি (১৫) নামে এক ভ্যানচালক কিশোর। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার কালকিনির সমিতিরহাট চৌরাস্তার মোড়ে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় আহত হয় সে।
কুষ্টিয়া : কুমারখালীতে ডাম্প ট্রাকের চাপায় রাজু (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।