‘জুলাই-এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এ স্লোগানে জুলাই গণহত্যার বিচার দাবি এবং ঘোষণাপত্রের পক্ষে গণসংযোগ, মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্র জারি করার দাবি জানানো হয়। প্রতিনিধিদের খবর-
মাদারীপুর : দুপুরে মাদারীপুরের শিবচর ৭১ সড়কে এই কার্যক্রমের উদ্বোধন করেন নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন। ছাত্র নেতারা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
টাঙ্গাইল : অভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় সভা গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে হয়েছে। ছাত্র আন্দোলন জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন। বক্তৃতা করেন জাফর আহমেদ, শফিকুল ইসলাম রিপন প্রমুখ।
লক্ষ্মীপুর : সকালে শহরের উত্তর তেমুহনী থেকে এ কার্যক্রম শুরু হয়। এ ছাড়া দিনব্যাপী সদরের মান্দারী, চন্দ্রগঞ্জ ও রায়পুরসহ জেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চলে।
লাকসাম (কুমিল্লা) : লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ক্যাম্পাস থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। উপস্থিত ছিলেন, ছাত্র আন্দোলনের মেজবাহ উদ্দিন সিয়াম, কাইয়ুম রিফাত, আনোয়ারুল আজিম রাহি প্রমুখ।