বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলন্ত অবস্থায় গতকাল সকালে আবদুর রহমান (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ডালম্বা গ্রামের ওসমান আলীর ছেলে। আদমদীঘি থানার ওসি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের জিনইর গ্রামের রহিদুল ইসলাম উজ্জ্বল বৈদ্যুতিক সংযোগ নিয়ে পূর্বপাড়া মাঠের জমিতে সেচ পরিচালনা করছেন। রহিদুল ইসলাম উজ্জ্বল বলেন, আমার নলকূপের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ছিল। কয়েক দিন ধরে চোরচক্রের সদস্যরা চিঠির মাধ্যমে আমার কাছে টাকা দাবি করে আসছিলেন। শুক্রবার সকালে জানতে পারি ট্রান্সফরমার চুরি করতে এসে আবদুর রহমান নামে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। খুঁটিতে তার লাশ ঝুলছিল।