বগুড়ার ধুনটে উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহড়াবাড়ি বালুমহালে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বালু তোলায় একজনকে আটক করে ২ লাখ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান এই অভিযানের নেতৃত্ব দেন।
গত ডিসেম্বরে ভান্ডারবাড়ী এলাকার সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি বালু উত্তোলন বন্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট করেন। পরে আদালত নিষেধাজ্ঞ জারি করেন।