ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে সিরাজগঞ্জে লিফলেট বিতরণকালে নেতারা এ দাবি জানান। গতকাল শহরের ইলিয়ট ব্রিজ থেকে বড়বাজার হয়ে বাজার স্টেশন কাঁচা বাজার পর্যন্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব এস এম সাঈদ মোস্তাকিন, সিরাজগঞ্জের ছাত্র সমন্বয়ক টি এম মুশফিক সাদ, সজীব সরকার, সাদিয়া আহমেদ সিনহা, সুমাইয়া আরেফিন শুপ্তি, আসির ইস্তেসার অযন ও ইয়াসিন আরাফাত ইশানসহ ছাত্ররা উপস্থিত ছিলেন।
ছাত্র ও নাগরিক কমিটির নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশি^ক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষণাপত্র জারি করতে হবে। যে ঘোষণাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনা মূল্যে সুচিকিৎসা প্রদানের স্পষ্ট করতে হবে। ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র নেতৃত্বে হয়েছে তা পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে।