রূপগঞ্জে একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় আল রাজি স্পিনিং মিলে বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মিলের জেনারেল ম্যানেজার কাজী হাসানুল করিম জানান, কারখানায় নাইট শিফটের কাজ চলছিল। হঠাৎ মেশিনের মেটালিক স্পার্কের কারণে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে।
কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনে কেউ হতাহত হয়নি। তদন্তের পর ক্ষতির পরিমাণ জানা যাবে।