যশোরের সব মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। গতকাল পুরনো কসবায় সওজ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে কর্মসূচিতে নাগরিক অধিকারের নেতা জিল্লুর রহমান ভিটু, জেসিনা মোর্শেদ প্রাপ্তি, আল মামুন লিখনসহ কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।
কর্মসূচি চলাচালে সংগঠনের নেতা-কর্মীরা দাবি করেন, সড়ক সংস্কারে অনিয়মের সঙ্গে জড়িত ঠিকাদার, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিন ব্যবহার বন্ধ ও কমিশনভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এসব দাবি অবিলম্বে পূরণ না হলে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণারও হুমকি দেন নেতারা।