ভালুকা উপজেলার ‘রোর ফ্যাশন’ কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে গতকাল ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
তারা জানান, তাদের নভেম্বর ও ডিসেম্বরের বেতন বকেয়া পড়েছে। দেই দিচ্ছি করেও কর্তৃপক্ষ পাওনা টাকা পরিশোধ করছে না। ওসি জাহাঙ্গীর আলম জানান, ১৯ জানুয়ারি বকেয়া পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা : গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সকালে কারখানার মূল ফটকে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়।
পলিকন লিমিটেডের নির্বাহী পরিচালক ফয়সাল জহিরের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, ডলারসংকটে বিগত এক বছরের বেশি পলিকন লিমিটেড কাঁচামাল আমদানি করতে ব্যর্থ হয়। ব্যাংক লোন, বকেয়া বেতন, গ্যাস-বিদ্যুৎ বিল কোনোটাই সঠিকভাবে পরিশোধ করতে না পারায় আমাদের ৪০ বছরের প্রতিষ্ঠান আজ থেকে বন্ধ ঘোষণা করা হলো। তিন মাসের মধ্যে শ্রম আইন অনুযায়ী ধাপে ধাপে সব বকেয়া পরিশোধ করা হবে।