পাঁচ জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
গোপালগঞ্জ : মুকসুদপুরের রথখোলা এলাকায় গতকাল মোটরসাইকেল-বাস সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালক তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের এবং আরোহী মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে।
কুমিল্লা : চান্দিনায় বাসের ধাক্কায় লামহা নামে ছয় বছরের এক শিশু মারা গেছে।
ঝিনাইদহ : মহেশপুরে ট্রাকচাপায় সাগর হোসেন নামে এক মোটরসাইকেল চালক এবং সদরে সড়ক দুর্ঘটনায় সোয়াইব হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
চট্টগ্রাম : রাঙ্গুনিয়ায় গতকাল ইটবোঝাই ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে কিরণ দে (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
নোয়াখালী : কোম্পানীগঞ্জে বাসচাপায় প্রাণ গেছে মাঈন উদ্দিন নামে সবজি আড়তের এক শ্রমিকের।