মাদকের বিরুদ্ধে কথা বলায় মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে মঙ্গলবার রাতে মেজবাহউদ্দিন (৪২) নামে এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার সোনরং গ্রামে এ ঘটনা ঘটে। তিনি তাল গাছতলা মসজিদের ইমাম। এ ঘটনার প্রতিবাদে গতকাল আলেম-ওলামাসহ স্থানীয়রা প্রতিবাদ মিছিল করেছেন। ওসি মহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সিরাজদিখানে মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মালখানগর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মালখানগর ইউনিয়নের ফেগুনাসা গ্রামের রিয়াদ (২৫) ও আজমির হোসেন রাজা (১৯)। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) ইমরান খান জানান, ভিকটিমের পরিবার এখনো কোনো অভিযোগ দায়ের করেনি।