ঢাকার কেরানীগঞ্জে গবাদি পশুর নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক ফারহান আল মাহমুদকে দেড় মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম ও প্রচুর পরিমাণ নকল ওষুধ জব্দ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। গতকাল দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ও করেরগাঁও এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, অবৈধ ওষুধ তৈরি কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।