টাঙ্গাইলের মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিনিয়র সেলস মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। গুল রায়হান রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। রায়হান মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি ছাপড়া মসজিদ-সংলগ্ন আতোয়ার রহমানের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন। অভিযুক্ত সোলায়মান একই বাড়ির ভাড়াটিয়া। মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, আসামিদের ধরতে পুলিশের চেষ্টা চলছে।