ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সাত চোরাকারবারি গ্রেপ্তার হয়েছেন। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা শনিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত অভিযান চালিয়ে জেলার কসবা ও কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করেন। বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার, পিএসসি, এসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানা যায়। মামলা দায়েরের পর গ্রেপ্তার ছয়জনকে কসবা এবং একজনকে বুড়িচং থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের দোজন দেববর্মা, তমে দেববর্মা, বিমল দেববর্মা, সিপাহীজলার বাদশা মিয়া, হোসেন মিয়া, রাজু ও সোহাগ।