বিদ্যমান ভ্যাট বহাল রাখার দাবিতে স্মারকলিপি দিয়েছেন হবিগঞ্জের ব্যবসায়ীরা। গতকাল বিকালে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের মাধ্যমে অর্থ উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বিদ্যমান ৭.৫% ভ্যাট বহাল রেখে ব্যবসায়ীদের সংকট থেকে উত্তরণ ও ব্যবসার পরিবেশ স্বাভাবিক রাখার দাবি জানান ব্যবসায়ীরা।
এ সময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ক্যাবের সভাপতি দেওয়ান মিয়া, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ প্রমুখ।