দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় মামা-ভাগনেসহ ছয়জন নিহত হয়েছেন। রবিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জ : শান্তিগঞ্জ উপজেলার পাগলা আউশকান্দি রাণীগঞ্জ সড়কে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। নিহতরা মোটরসাইকেলের আরোহী। তারা হলেন- রাজিন আহমদ (২৬) ও আমিরুল ইসলাম (৫০)।
নাটোর : বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নওগাঁ : নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ী বাজারের খড়পট্টি এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজিবর রহমান (৮৫) নামে সাবেক ইউপি সদস্য মারা গেছেন। এ ছাড়া মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে শুভ দে (২৮) নামে এক যুবক পা হারিয়েছেন।
নড়াইল : সদর উপজেলার হাওয়াইখালি সেতু এলাকায় ট্রাক-পিকআপ সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় ডাম্পট্রাকচাপায় ইকবাল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।