মানসিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের খানসামার একদল যুবক। তারা নিজ উদ্যোগ ও অর্থায়নে খানসামা উপজেলার বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীনদের পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক ও শীতবস্ত্র উপহার দিয়েছেন। মানবিক এ উদ্যোগ খানসামার পাকেরহাটের ডেন্টিস্ট রেজোয়ানুল হক রাব্বীর। এ কাজে সহযোগিতা করছেন নাইম হাসান, শাকিল খান, সাগর ইসলাম ও বোরহান ইসলামসহ স্থানীয় তরুণ-যুবকরা। তারা গত ৩১ ডিসেম্বর এ কার্যক্রম শুরু করেছেন। ৪ জানুয়ারি পর্যন্ত ২০ দিয়েছেন নতুন কাপড় ও শীতবস্ত্র।