রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে রাতের আঁধারে এক কৃষকের এক বিঘা জমির ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার দাদশী ইউনিয়নের কুশনাবাদ মাঠে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আবদুল কুদ্দুস জানান, প্রায় ৩০ দিন আগে এক বিঘা জমিতে ৮৫০টি কুমড়া গাছের চারা রোপণ করেন তিনি। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা সবগুলো গাছের চারা কেটে ফেলেছে। রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান জানান, আমরা আবদুল কুদ্দুস মোল্লার ক্ষতিগ্রস্ত কুমড়া খেত পরিদর্শন করেছি।