পটুয়াখালীর বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবানন্দ রায়কে উদ্ধার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বন্দরের ৫ শতাধিক ব্যবসায়ী। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি রোডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। শিবানন্দ রায়কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারের আলটিমেটাম দেন। এ সময়ে উদ্ধার না হলে হরতাল ও ধর্মঘটের হুঁশিয়ারি দিন তারা। বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আমরা তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গত শুক্রবার রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়ী শিবানন্দ রায়কে অপহরণ করে দুর্বৃত্তরা। নিয়ে যায় দোকানে ক্যাশে থাকা প্রায় ৫ লাখ টাকা।