নড়াইলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। নোয়াখালী, নীলফামারী, ফরিদপুর ও দিনাজপুরে উদ্ধার করা হয়েছে চারজনের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
নড়াইল : তামিম খান (১৬) নামে এক ভ্যানচালকের লাশ গতকাল লোহাগড়া পৌরসভার মশাঘুনী এলাকার ঝোপ থেকে উদ্ধার করেছে পুলিশ। পাওয়া যায়নি তামিমের ভ্যানটি। তাকে হত্যা করে দুর্বৃত্তরা ভ্যান নিয়ে গেছে- ধারণা পুলিশের। নোয়াখালী : সদর উপজেলায় নিখোঁজের চার দিন পর গতকাল পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ পাওয়া গেছে। জেলা শহর মাইজদীর একটি পুকুর থেকে গতকাল লাশ উদ্ধার করে পুলিশ।
নীলফামারী : সৈয়দপুরে বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে মুক্তা (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শহরের কাজিরহাট এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। মুক্তা একই এলাকার মোহাম্মদ রানার স্ত্রী ও শহরের কুন্দল এলাকার নান্নুর মেয়ে। ঘটনার পর মুক্তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুর : নগরকান্দার শংকরপাশা নাড়ুয়াহাটি গ্রামে ফাঁস দেওয়া অবস্থায় পারভীন বেগম (৩৫) নামে এক নারীর লাশ পাওয়া গেছে।
দিনাজপুর : পার্বতীপুরের সাকোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় একজনের লাশ গতকাল বিকালে উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩০-৩৫ বছর। তার পরনে ছিল গেঞ্জি ও প্যান্ট। হাতে ছিল ঘড়ি।