টাঙ্গাইলের কালিহাতীতে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। গতকাল ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে ধলাটেংগর এলাকায় রেললাইনের পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার টুনিমগড়া গ্রামের নীলকান্ত মণ্ডল (৬০) ও তার স্ত্রী কল্পনা রানি (৫৫)। নিহতদের স্বজনরা জানান, শুক্রবার রাতে তারা কালিহাতীর রৌহা এলাকায় কীর্তনে গিয়েছিলেন। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে গতকাল ভোরে ৬ নম্বর ব্রিজের রেললাইনের পাশে তাদের লাশ দেখতে পান তারা। এদিকে মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর এলাকায় সকালে ট্রেনের ধাক্কায় নুরজাহান বেগম (৫০) নামে মানসিক প্রতিবন্ধী এক নারী নিহত হয়েছেন। নিহত নুরজাহান শিকদার কান্দি এলাকার ভুলু শিকদারের স্ত্রী।