বগুড়ায় আদালতের নির্দেশ অমান্য করে আবারও যমুনা নদী থেকে বালু উত্তোলন করছেন স্থানীয় যুবলীগ নেতা ও তার সহযোগীরা। ২০২৩ সালের জুনে ধুনট উপজেলা যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক বেলাল হোসেন ৫৭ লাখ টাকায় ইজারা নেন। এরপর থেকে তিনি ইজারাকৃত মহল ছাড়াও যমুনার পাড় ঘেঁষে বালু উত্তোলন করছেন। এ কারণে এলাকার ফসলি জমিসহ বাড়িঘর বিলীন হওয়ার আশক্সক্ষায় আদালতের নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন একই এলাকার সাইফুল ইসলাম। আদালত বালু উত্তোলনের বিষয়টি আমলে নিয়ে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিসিল বলেন, জানা মতে বালু উত্তোলন এখন বন্ধ রয়েছে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।