নাটোরের গুরুদাসপুরে গুলিবিদ্ধ অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাখি উদ্ধার করেছেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির পরিবেশকর্মীরা। গতকাল সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তুলাধুনা এলাকায় গুলিবিদ্ধ হয়ে একটি বাগানে পাখিটি পড়েছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবেশকর্মীরা অসুস্থ পাখিটিকে উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন। গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, সকালে স্থানীয়রা গুলিবিদ্ধ অসুস্থ অবস্থায় একটি ভুবন চিল পাখি পড়ে আছে একটি বাগানে- এমন খবর দেয়। পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে খবর দেওয়া হয়। দুপুরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থানীয় সমাজসেবকদের উপস্থিতিতে পাখিটি হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন রাকিবুর রহমান রাজা, স্বপন খান রাকিব, তপু তালুকদার, আল আমিন, রতন আলী, মোতালেব হোসেন প্রমুখ।