সাতক্ষীরার দেবহাটায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ আসাদুল গাজী নামে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে। আসাদুল গাজী দেবহাটা থানার কলাবাড়ী গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।
সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম গতকাল সকালে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানার জগন্নাথপুর এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় সাতক্ষীরা-শ্যামনগরগামী পাকা রাস্তা থেকে আসাদুলকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সজীব খান, ডিআইও-১ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি নিজামুদ্দিন মোল্লা প্রমুখ।