বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে নিজ বাড়িতে রওশন আরা বেগম (৫৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে। রওশন আরা নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের রোস্তমপুর নোয়াপাড়া গ্রামের প্রবাসী আলেফ মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, রওশন আরা বেগমের স্বামী মালয়েশিয়া থাকেন। তার এক ছেলে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। রওশন আরা একাই নিজ বাড়িতে বসবাস করতেন।
গতকাল সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখতে পান রওশন আরা বেগমের লাশ বারান্দায় পড়ে আছে। তার মুখ ম ল এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ঘরের মালামাল তছনছ করা হলেও চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। বাড়ির মালামাল, মোবাইল ফোন ও স্বর্ণের গহনা কোনো কিছুই খোয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।