মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সোনারং ব্রিজ থেকে বেতকা বাজার পর্যন্ত রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। সোনারং কবরস্থানের পাশে রাস্তার মাঝখানে একটি বৈদ্যুতিক খুঁটি রেখে নির্মাণ কাজ শেষ করায় দুর্ঘটনার আশঙ্কা করছেন চলাচলকারীরা। দ্রুত রাস্তা থেকে খুঁটি সরানোর দাবি জানিয়েছেন তারা। সরেজমিন দেখা যায়, টঙ্গিবাড়ী থেকে রাজধানী ঢাকায় যাওয়ার প্রধান এ সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। চলে যাত্রীবাহী বাস, ট্রাক, ভ্যান, রিকশা, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। যখন রাস্তাটি সরু ছিল তখন বিদ্যুতের খুঁটিটি ছিল এক পাশে। সড়ক প্রসস্ত করার পর প্রায় চার-পাঁচ ফুট ভিতরে ঢুকেছে। খুঁটিটি এখন চলাচলকারীদের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সোনারং গ্রামের বাসিন্দা শরীফ হোসেন জানান, রাতে কুয়াশার মধ্যে তিনি ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে আহত হয়েছেন। তার মতো গ্রামের অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্থানীয় সাইফুল আলম জানান, তার নিজস্ব পিকআপ নিজেই চালান। ওই রাস্তা দিয়ে চলতে গিয়ে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন। টঙ্গিবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম নুরুল আলম ভূঁইয়া জানান, বিষয়টি আপনাদের মাধ্যমে জানলাম। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।