মেহেরপুরের গাংনীতে ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেন হত্যা মামলায় ৩ নম্বর ওয়ার্ড (চৌগাছা) যুবদল সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিপ্লবসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১২ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা গতকাল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। নিহত আলমগীর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মঈন উদ্দীনের ছেলে। গ্রেপ্তাররা হলেন গাংনী পৌরসভার চৌগাছার যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ওরফে বিপ্লব (৩৬), বাঁশবাড়িয়া গ্রামের মফিকুল ইসলাম (৩৯) ও কোদাইলকাটির আলমগীর হোসেন (৪০)। র্যাব জানায়, প্রায় চার বছর আগে গাংনী পৌর যুবদলের ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেনের কাছ থেকে মফিকুল ২ লাখ টাকা ধার নেন। পরে আলমগীর দুবাই চলে যান। সম্প্রতি দেশে ফিরে তিনি ওই টাকার জন্য চাপ দেন। এর জেরে তাঁকে দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। গ্রেপ্তাররা হত্যার দায় স্বীকার করেছেন।
উল্লেখ্য, ২ জানুয়ারি আলমগীরের গলা কাটা লাশ উপজেলার সহড়াবাড়িয়া ইছাখালী মাঠের পাশ থেকে উদ্ধার করে পুলিশ।