বসুন্ধরা শুভসংঘের আয়োজনে নওগাঁয় গোলটেবিল বৈঠক হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘নওগাঁয় পর্যটন ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির উপদেষ্টা মোল্লা রহুল আমীন। অনুষ্ঠান পরিচালনা করেন কালের কণ্ঠ নওগাঁ জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা ফরিদুল করিম তরফদার। মূল বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বাচিকশিল্পী রিফাত হোসেন সবুজ। বক্তারা নিজস্ব মতামত তুলে ধরে বলেন, নওগাঁ ইতিহাস-ঐতিহ্যের জেলা। এ জেলায় আছে বিশ্বঐতিহ্যের পাহাড়পুর বৌদ্ধবিহার (সোমপুর বিহার), জগদ্দল মহাবিহার, জাতীয় উদ্যান আলতাদীঘি-শালবন, কুসুম্বা মসজিদ, দিবরদীঘি, জবই বিলসহ ২৭টি দর্শনীয় স্থান। ওই স্থানগুলোকে পর্যটনের সার্বিক সুবিধায় আনা গেলে অনেকের কর্মসংস্থান হবে। আসবে রাজস্ব। তাঁরা আরও বলেন, বসুন্ধরা শুভসংঘ প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষা, সংস্কৃতি, সচেতনতা তৈরি, সমাজসেবা, শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কাজে দেশব্যাপী ভূমিকা রাখছে।
তাঁরা বসুন্ধরা কর্তৃপক্ষকে নওগাঁবাসী তথা জেলার অবহেলিত জনপদগুলোয় তাঁদের সহযোগিতার হাত আরও প্রসারিত করার আহ্বান জানান।