জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় অবিলম্বে তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার সঠিক কারণ চিহ্নিত করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার কোনো হাসপাতালে বিশেষায়িত বার্ন ইউনিট খোলার দাবি জানান তিনি। গতকাল উত্তরার দিয়াবাড়ীতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুজিবুর রহমান গতকাল পর্যায়ক্রমে দুর্ঘটনায় নিহত কয়েকজনের পরিবারে যান, একান্তে তাদের সঙ্গে কথা বলেন এবং সান্ত্বনা দেন। নিহতদের স্বজনরা অধ্যাপক মুজিবুর রহমানকে কাছে পেয়ে আবেগাপ্লুত ও কান্নায় ভেঙে পড়েন। নায়েবে আমির শোকাভিভূত পরিবারের সদস্যদের শোকে কাতর না হয়ে নিহতদের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করার পরামর্শ দেন।
তিনি ও তাঁর সঙ্গীরা নিহতদের শাহাদাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত প্রমুখ।