নাটোরে আটকের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে ফারজানা পুতুলের সমর্থকরা। গতকাল বিকালে লালপুর থানায় এ ঘটনা ঘটে। রুবেল উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। জানা গেছে, ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা বলেন, ‘পুলিশ আমাকে ফোন করে জানায় যে আপনার সমর্থকরা থানা থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। আমি এসপি এবং ডিআইজিকে বলেছি দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে।’
নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, রুবেলকে আটক করে লালপুর থানায় নিয়ে এলে ওদের লোকজন থানায় এসে তাকে জোরপূর্বক নিয়ে গেছে। কারা এ ঘটনায় জড়িত, আমরা চিহ্নিত করার চেষ্টা করছি।