বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে একদল বিদেশি বিনিয়োগকারী নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) পরিদর্শন করেছেন। গতকাল সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ব্যবস্থাপনায় ৩৬ জন বিনিয়োগকারী এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান। এর মধ্যে ছিলেন- চীনের ১০ জন, জাপানের তিনজন, সৌদি আরবের তিনজন, আরব আমিরাতের তিনজন, যুক্তরাষ্ট্রের আটজন, ভারতের একজন বিনিয়োগকারীসহ আটজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। এ সময় তাদের সামনে বিনিয়োগের বর্তমান অবস্থা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড (বিএসইজেড) কর্তৃপক্ষ। বিনিয়োগকারীরা বিনিয়োগ পরিবেশ, পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খোঁজখবর নেন। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএইচএম ফাইরোজ এ সময় তাদের গাইড করেন। এর আগে বিদেশি বিনিয়োগকারীদের একটি দল সোমবার চট্টগ্রামে কোরিয়ান ইপিজেড এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এ বছর সংস্কারের বছর, আমরা বিনিয়োগকারীদের নিয়ে এসে নতুন বাংলাদেশ দেখাতে চাই। বাংলাদেশের ব্যাপারে বিশ্বের ধারণা চেঞ্জ করা হবে এই সামিটের মাধ্যমে।
এ সময় তিনি জানান, বিনিয়োগ সিদ্ধান্ত এক দিনে হয় না। উনারা বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, তাই বাংলাদেশে এসেছেন।
এদিকে সুইডিশ কোম্পানি নিলর্ন বিশেষ এ অর্থনৈতিক অঞ্চলে কারখানা তৈরি লক্ষ্যে কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন বলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে। এর আগে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর লক্ষ্য নিয়ে সোমবার ঢাকায় শুরু হয়েছে চার দিনের বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনের অংশ নেওয়ার জন্য ৪০ দেশের দেড় হাজার বিনিয়োগকারীর নিবন্ধনের তথ্য দিয়েছে বিডা। প্রথমদিন ২৫টি দেশের প্রায় ৭০ জন বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট মিলিত হয় তরুণ উদ্যোক্তাদের সঙ্গে। এটি সারা দেশের প্রায় দেড় হাজার নতুন উদ্যোগের (স্টার্টআপ) অংশগ্রহণে ‘স্টার্টআপ কানেক্ট’ নামের আয়োজন।