সাত বছর আগে রাজধানীর মোহাম্মদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের এক ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন বহিষ্কৃত উপসচিব এবং ওই কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম রেজাউল করিম ওরফে রতন (৫৩)। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে তাকে খালাসের রায় দেন। সুব্রত হত্যার সব আসামি খালাস : ২০১১ সালে মিরপুরের মেথডিস্ট গির্জায় শিক্ষক সুব্রত বৈদ্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর বিচারক মো. মঞ্জুরুল হোসেনের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে খালাসের রায় দেন।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন গির্জার পালক জেরাল্ড রিপন দাস, শিমন শিকদার ও প্রভুদান বাড়ৈ।
প্রভুদান বাড়ৈ পলাতক। অন্য দুই আসামিকে রায় ঘোষণার সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে মামলার বিচার চলাকালে সুব্রত বৈদ্যর প্রেমিকা নীপা দাস, তার বাবা নিবারণ দাস, মা লিন্ডা দাস মারা গেছেন। তাদের আগেই এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।