বিয়ের প্রলোভনে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার রাতে নগরীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুমদী এলাকায় অভিযান জামাদুর ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, চারঘাট উপজেলার তোজাম্মেল হোসেন উজ্জল (২৭) ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করত। পরে চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে থেকে জামাদুর ইসলামের সহযোগিতায় ওই শিক্ষার্থী বিয়ের প্রলোভনে উজ্জলের বাড়িতে নিয়ে যায়। এরপর উজ্জল তাকে ধর্ষণ করে।
এ ঘটনার পর ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে চারঘাট থানায় ধর্ষক তোজাম্মেল হোসেন উজ্জল ও জামাদুর ইসলামের নামে মামলা করেন। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাব ওই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। বুধবার গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে জামাদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।