তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বর্তমান অন্তর্র্বর্তী সরকার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে। জনগণকে সেবা দেওয়াই সরকারের মূল কাজ। তাই পরাজিত শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে। গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) কর্মকর্তা, সম্পাদক ও সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তি বর্তমানে দেশ চালাচ্ছে। কারণ এই সরকার হচ্ছে অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে গঠিত সরকার। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পলিটিক্যালি পরাজিত করার সুবাদেই আমরা এখানে রয়েছি। গণ অভ্যুত্থানে যারা জয়ী শক্তি, যারা ভিক্টোরিয়াস তারাই আসলে দেশ চালাচ্ছে।’