তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), সাতজন ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। তিন অতিরিক্ত আইজিপির মধ্যে সিআইডির অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত আইজিপি, রাজশাহী সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞাকে পুলিশ অধিদপ্তর ঢাকার (টিআর পদে) অতিরিক্ত আইজিপি ও এটিইউর অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তর ঢাকার (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে সাত ডিআইজি ও আট পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।