শিশু দোলা মনি হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে রংপুরের কাউনিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মীরবাগ বিজলের ঘণ্টি এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ৪ বছরের নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনায় আমরা মর্মাহত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। উল্লেখ্য, ৪১ দিন নিখোঁজ থাকার পর ২৭ ফেব্রুয়ারি সেনাবাহিনীর অভিযানে দোলা মনির লাশ স্থানীয় এক ব্যক্তির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।