সিলেটে আদিবাসী এক নারীকে অপহরণ করে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস (৪৫) ও মৃত আবদুল হাসিমের ছেলে আলাউদ্দিন।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আলাউদ্দিনের বাড়ির সামনের রাস্তা থেকে কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রামের এক আদিবাসী নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরে একটি জঙ্গলে নিয়ে যায়। প্রথমে প্রদীপ দাস ওই নারীকে ধর্ষণ করেন। পরে আলাউদ্দিন ধর্ষণের চেষ্টাকালে ওই নারী চোখেমুখে বালু ছিটিয়ে কৌশলে দৌড়ে পালিয়ে আসেন। এ ঘটনায় নির্যাতিতা নারী বাদী হয়ে গতকাল কোম্পানীগঞ্জ থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ওই নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।