মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তার স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলাদা মামলা হয়েছে। এ মামলায়ও নারায়ণ চন্দ্র চন্দকে আসামি করা হয়েছে।
গতকাল দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে খুলনা কার্যালয়ে মামলা করেন। এতে বলা হয়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নারায়ণ চন্দ্র চন্দ নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপরদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে আলাদা মামলা করেন। এ মামলায় উষা রানী চন্দ ও নারায়ণ চন্দ্র চন্দ জ্ঞাত আয়বহির্ভূত ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ মালিকানায় রেখেছেন বলে প্রাথমিক তদন্তে উল্লেখ করা হয়। তদন্তকালে উষা রানী চন্দের নামে স্থাবর অস্থাবর মিলিয়ে ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ২৩৮ টাকার সম্পদ পাওয়া যায়। এর মধ্যে তার গ্রহণযোগ্য আয় বাদে ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অতিরিক্ত পাওয়া যায়।