আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে গতকাল বিকাল পর্যন্ত ১৭ দিনে এ নিয়ে মোট ৯ হাজার ২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকালে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও পিআর) ইনামুল হক সাগর এসব জানান।
তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯৫৪ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেপ্তার ১ হাজার ৫৪৩ জন। বিদেশি পিস্তল একটি, কাঠের বাঁটযুক্ত পিস্তল একটি, ম্যাগাজিন তিনটি, ৭.৬৫ গুলি ১২ রাউন্ড, মালবাহী ট্রাক একটি এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল আওয়ামী লীগ ও শ্রমিক লীগের আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি জানান, গতকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।