মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবা দেয় স্বাস্থ্য বিভাগ। প্রথমবার মা হচ্ছেন এমন এবং অল্পবয়সি মায়েদের স্বাস্থ্য সচেতনতায় কার্যকর ফল মিলেছে কেয়ার গ্রুপ মডেল সেবায়। একবয়সি মায়েদের ছোট গ্রুপে ভাগ করে সেবা ও তথ্য দেওয়ায় মাতৃমৃত্যু হ্রাস, মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নে মিলেছে কার্যকর সাড়া।
গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা সুস্থ মা, সুস্থ পরিবার প্রকল্পের গবেষণা ফলাফল তুলে ধরার সময় এসব কথা বলেন। প্রকল্পটি ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ, ব্র্যাক, স্কোপ এবং পপুলেশন কাউন্সিলের সঙ্গে অংশীদারিতে পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. এস এম আবদুল্লাহ আল মুরাদ। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিশনাল ডাইরেক্টর জেনারেল-প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের অধ্যাপক ডা. শেখ সায়েদুল হক। গবেষণাপত্র উপস্থাপন করেন ম্যানেজমেন্ট সায়েন্সেস ফর হেলথ প্রকল্প পরিচালক ডা. ফারজানা ইসলাম।
ডা. ফারজানা ইসলাম প্রকল্প গবেষণা ফলাফল উপস্থাপনায় বলেন, গর্ভকালীন প্রথমবার মা হওয়া অল্প বয়সি নারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই প্রকল্পটি পরীক্ষা করেছে কীভাবে গ্রুপ সেশন সেবা গ্রহণের হার, স্বাস্থ্য বিষয়ক জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়াতে পারে। ফলাফলে দেখা গেছে, টঙ্গী এলাকার অনগ্রসর শহরে প্রথমবার মা হওয়া অল্পবয়সি নারী এবং তাদের পুরুষ সঙ্গীদের জন্য মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা গ্রহণের হার এবং সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে। এই গ্রুপ কেয়ার মডেলটি স্থিতিশীল এবং সম্প্রসারণ করতে সরকারি প্রতিশ্রুতির পাশাপাশি বিনিয়োগ ও গবেষণা দরকার।