বর্তমান সরকার দেশ চালাতে ব্যর্থ উল্লেখ করে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ধানমন্ডি ৩২ ভেঙে খুব মহৎ কাজ করেনি, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রয়েছে। তিনি বলেন, সরকারকে বলব- আগে আপনারা বাজার নিয়ন্ত্রণ করুন নইলে জনগণ সহ্য করবে না। মানুষ আপনাদের গ্রহণ করবে না যদি বাজার নিয়ন্ত্রণ না করেন। আমরা চাই খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন হবে। গতকাল দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাইফুর রেজা মামুন। আরও বক্তব্য দেন শহিদুজ্জামান লাল মিয়া, মাহমুদুল হাসান পিপলু, বহ্নিশিখা জামালী প্রমুখ।