সিলেটে দুই যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিবেশীর বাড়ির সামনে থেকে একজনের ও অন্যজনের লাশ নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
গতকাল সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে সাব্বির আহমেদের (২৫) লাশ প্রতিবেশীর বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য সুমন আহমদ জানান, সকালে সাব্বিরের অচেতন দেহ প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গত শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে নিজ বসতঘর থেকে শাহীন আহমদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের ভিতর ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। জকিগঞ্জ থানার এসআই অপু সরকার জানান, শাহীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।